অবতক খবর,৯ জানুয়ারি,বারাসাত: বনগাঁ ধরমপুর বাজার থেকে প্রায় ৭০ টি কচ্ছপ সহ ২জন কে আটক করে বারাসত রথতলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হল রবিবার রাতে।আগামীকাল দুজনকে বনগাঁ আদালতে তোলা হবে।বনদপ্তর সূত্রে জানা যায়,রবিবার গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ ধরমপুর বাজারে অভিযান চালায় বনদপ্তর।বিভাস ও তার স্ত্রী এই কচ্ছপগুলি বিক্রির উদ্দেশ্যে রেখেছিলো।প্রায় ৭০ টি কচ্ছপ তাদের কাছ থেকে উদ্ধার হয় যার বাজার মূল্য ১লাখ টাকা।মূলত পাইকারি ও খুচরা দুই ভাবেই বিক্রির উদ্দেশ্য ছিলো অভিযুক্ত স্বামী স্ত্রীর।বন দপ্তর দুজনকে কচ্ছপ সহ আটক করে পরবর্তী বিলুপ্তপ্রায় কচ্ছপ যার বাংলা নাম তিল কাছিম রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়।আগামীকাল অর্থাৎ সোমবার দুজনকেই বনগাঁ আদালতে তোলা হবে।