অবতক খবর,৯ জানুয়ারিঃ কলকাতায় এবার মডেল হকার তৈরি করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা কর্পোরেশন। ২০১৫ সালে যে সব হকাররা পরিচয় পত্রের জন্য আবেদন করেছিলেন, এবার সেই সব হকারদের হতে পরিচয়পত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। ইতিমধ্যে ওই হকারদের পরিচয় পত্র দেওয়ার আগে সমীক্ষা করেছে ‘টাউন ভেন্ডিং কমিটি’।
সোমবার গড়িয়াহাট মার্কেট চত্বরে পাইলট প্রজেক্ট হিসাবে হকারদের টিন এর শেড দেওয়া দোকানের খুঁটিনাটির হদিশ নিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং কমিটির চেয়ারম্যান তথা হকার পূর্নবাসন দফতরের মেয়র পারিষদ দেবাশীষ কুমার। সঙ্গে ছিলেন হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ, স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু এবং কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় সহ পৌর আধিকারিকরা। এদিন ওই সব টিনের শেড দেওয়া দোকানগুলির উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম ও দেবাশীষ কুমার। এই বিষয়ে মেয়র জানান, পাইলট প্রজেক্ট হিসাবে গড়িয়াহাট মার্কেটে এই ধরনের টিনের শেড দিতে সমস্ত হকারদের বলা হচ্ছে। যাতে কোনও রকম অগ্নিকাণ্ডের সূত্রপাত না সৃষ্টি হয়। তিনি আরও জানান, প্লাস্টিকের ফলেই গড়িয়াহাট মার্কেটে এর আগে অগ্নিকাণ্ড ঘটেছে। তাই নিজেদের নিরাপত্তার স্বার্থেই হকারদের আহ্বান করা হচ্ছে সবাই যেন নিজের নিজের দোকানে টিনের শেড লাগিয়ে নেন। মেয়র আরও বলেন, আমি এই প্রথম গড়িয়াহাট মার্কেটে খোলা আকাশ দেখতে পারছি।
কমিটির চেয়ারম্যান তথা হকার পূর্নবাসন বিভাগের মেয়র পারিষদ দেবাশীষ কুমার জানান, একমাসের মধ্যে আর প্লাস্টিক শেডের হকার থাকবে না এই এলাকায়। সমস্ত দোকানে টিন দিয়ে শেড তৈরি করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিন হকারদের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন শক্তিমান ঘোষ। তিনি জানান যে সমস্ত নিয়ম মেনেই হকাররা বসবে আর গড়িয়াহাট মার্কেটকে মডেল হকার জোন করা হবে বলেও জানান তিনি। আগামীদিনে বিদেশের আদলে সমস্ত দোকান তৈরি করা হবে বলেও জানান টাউন ভেন্ডিং কমিটির সদস্য ও হকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ। উল্লেখ্য টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা। হকারদের বিশদ তথ্য জমা রয়েছে কলকাতা পৌর সংস্থায়। আর তার ভিত্তিতেই হকারদের শংসাপত্র এবং পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যে হকার দের লাইসেন্স দেওয়ার বিষয়ে মেয়র পরিষদদের বৈঠকে হকার পূর্নবাসন বিভাগের মেয়র পরিষদ দেবাশীষ কুমার জানিয়েছেন যে, যারা ইতিমধ্যে টিন লাগিয়ে নিয়েছেন, তাঁদেরকে দ্রুত লাইসেন্স দিয়ে দেওয়া হবে। সোমবার গড়িয়াহাট মার্কেটে মেয়র ফিরহাদ হাকিম এবং দেবাশীষ কুমারের পরিদর্শনের পর পরই দোকানের মাথা থেকে প্লাস্টিকের আচ্ছাদন সরিয়ে দিয়ে টিনের শেড চাপিয়ে হকারি করা শুরু করে দিলেন গড়িয়াহাট মার্কেটের একটা অংশের হকাররা।