অবতক খবর,৬ ফেব্রুয়ারিঃ শোভন ও রত্নার ডিভোর্স কেস নিয়ে শোভন চট্টোপাধ্যায় বললেন একটা ডেড ম্যারেজ কেস, কারণ বহুদিন আমার ওর সাথে সম্পর্ক নেই।
গত 30 তারিখে আলিপুর জর্জ কোর্টে শোভন রত্নার ডিভোর্স কেসে ঝামেলার পর আজ পুলিশ প্রটেকশন নিয়ে আলিপুর জজ কোর্টের শুনানি হল। শুনানির পরে বেরিয়ে শোভন- বৈশাখী বলেন গতদিন কোটে যেটা হয়েছে সেটা কাম্য ছিল না রত্না চট্টোপাধ্যায়ের লোকজন অসভ্যতার সীমা ছাড়িয়ে গেছিল কোর্ট রুমের ভেতরে এবং বাইরে নোংরামো চরম পর্যায়ে নিয়ে গেছিলো তারপর পুলিশের কাছে সাহায্য চাওয়ার পরে পুলিশ প্রটেকশন দিয়েছে। আমি কৃতজ্ঞ পুলিশের কাছে। বৈশাখী ওপর অযথা চাপ সৃষ্টি করছিল রত্না চট্টোপাধ্যায় যাতে সাক্ষী না দিতে পারে। আজ চাকরি হয়েছে কোর্টে সমস্ত বিষয় বলেছে। আদালত এবং বিচারকের প্রতি আমার ভরসা আছে।( শোভন)
বৈশাখী বলেন: আমিও পুলিশ প্রশাসনের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। গতদিন আমার সাথে যা চাপ সৃষ্টি করা হয়েছে গালিগালাজ এবং অঙ্গী ভঙ্গি করে আচরণ করা হয়েছে। তারপর আজ পুলিশের এই পদক্ষেপে আমরা কৃতজ্ঞ।
রত্না চট্টোপাধ্যায় গত দিন বলেছিলেন কোর্ট ঘেরাও করে দেবো এই প্রসঙ্গে বৈশাখী বললেন: জন জন প্রতিনিধি যদি এরকম কথা বলে তাহলে ভয় পাওয়ারি কথা কিন্তু আমরা তো হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবো না উনি বলবেন বলে। আমি ভয় পেলে তো আসতাম না আমি তো এসেছি।