অবতক খবর,৭ ফেব্রুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ আগে বিরোধীরা কলেজে সংগঠন করে তুলুক তারপর ছাত্র সংসদে নির্বাচনের দাবি করবে জানান রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য।

আগে বিরোধীরা কলেজে সংগঠন গড়ে তূলুক, তারপর তারা ছাত্র স‌ংসদ নির্বাচনের দাবি করবে, সোমবার বিকাল প্রায় ৪- ৩০মিনিটের পর মন্তেশ্বরে ডক্টর গৌড়মোহন রায় কলেজে পরিদর্শনে এসে এ কথাই বললেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য । এদিন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি

পরিদর্শনে এসে কলেজের ছাত্র সংসদ রুমে কলেজের ছাত্র-ছাত্রী ও সংসদ ইউনিট সদস্যদের সঙ্গে একটি কর্মী বৈঠকে আলোচনার মধ্য দিয়ে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান । কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের আরো নির্দেশ দেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে ভদ্র ব্যবহার ও ভালোভাবে মিশার পরামর্শ দেন। কলেজের যেকোনো সমস্যা তৈরি হলে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে শালীনতা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শ দেন

কলেজের তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের নির্দেশ দেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য। কর্মী বৈঠকের পর রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই মহাশয়ের সঙ্গে সাক্ষাৎকার করেন।

রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য এর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি কোহিনুর মজুমদার, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ সাদ্দাম হোসেন, মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মন্ডল সহ বর্তমান ও প্রাক্তন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও নেতৃত্বরা।