অবতক খবর,৮ ফেব্রুয়ারিঃ গাড়ি ধরে হাজার হাজার টাকা জরিমানা, জুলুমের প্রতিবাদে দিল্লী রোড অবরোধ গাড়ি চালকদের।বৈদ্যবাটি দীর্ঘাঙ্গি মোর অবরোধ করে বিক্ষোভ গাড়ি চালকদের।শেওড়াফুলি বাজারে আসা ছোটো গাড়ি মাল নিয়ে যাওয়ার সময় আটকে জরিমানা করা হচ্ছে।গাড়ি চালকদের অভিযোগ রাস্তায় মালবাহি চালানো যাচ্ছে না ওভারলোডের জরিমানা করা হচ্ছে।পুলিশ যেখানে সেখানে ধরে চালান কেটে দিচ্ছে।শুধু হুগলি জেলা না সর্বত্র এখই অবস্থা।আজ বৈদ্যবাটিতে কয়েকটি গাড়ি ধরে জরিমানা করার পর রাস্তা অবরোধ শুরু করে গাড়ি চালকরা।পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়।গাড়ি চালকরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেও চন্দননগর পুলিশের এডিসিপি ট্রাফিক জানান,আইন না মানলে পুলিশ ব্যবস্থা নেয় তবে আজ পুলিশ গাড়ি ধরেনি।
খবর পেয়ে স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁইন ঘটনাস্থলে হাজির হয়।তিনি বলেন জেলা পরিবহন আধিকারিক (এমভিআই) থেকে ওভারলোড গাড়ি ধরা হয়।আজ যখন শুনলাম শেওড়াফুলি বাজারের গাড়ি ধরা হয়েছে,কি কারনে ধরা হয়েছে তারা বলতে পারবে।আমি আরটিও এর সঙ্গে কথা বলেছি,তিনি বিষয়টি দেখবেন।যখন সরকারি সংস্থা কোন কাজ করে দায়িত্ব নিয়ে করে।।