অবতক খবর, ২৪ফেব্রুয়ারি : ফের ভূমিকম্প৷ একেতেই গত মাস থেকে ভূমিকম্পে বিধ্বস্ত গোটা বিশ্ব৷ সম্প্রতি ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক, সিরিয়া ও রোমানিয়া৷ এই ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা প্রায় ৬০ হাজারের কাছাকাছি চলে গিয়েছে৷ সেই রেশ কাটতে না কাটতেই আরও এক ভূমিকম্পের খবর৷ শুক্রবার সকালে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি৷ জাকার্তার ১৭৭ কিলোমিটার উত্তরে অবস্থিত টোবেলোতে শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর৷ রিখটার স্কেলে যার মাত্রা ৬.৩৷ শুধু ইন্দোনেশিয়ার উত্তরে নয়, ভূমিকম্প অনুভূত হয়েছে ফিলিপিন্সেও৷ জানা যায়, ইন্দোনেশিয়ার এই ভূমিকম্পের উৎসস্থল দারুবা থেকে ১৪২ কিলোমিটার উত্তর-পশ্চিমে মোরোতাই দ্বীপের উত্তর মালুকু ১০৭ কিলোমিটার সমুদ্রের গভীরতায়৷
ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ তবে এই ভূমিকম্প থেকে সুনামির কোনো সম্ভবনা নেই বলে জানা গিয়েছে৷ তবে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে৷ মাত্র কয়েকটি বাড়ি ও গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ বিশ্বে একের পর এক ভূমিকম্পে বাড়ছে উদ্বেগ৷