শব্দময় এই পৃথিবী। প্রেম প্রতিবাদ বিদ্রোহে শব্দই তোমার অস্ত্র। সোচ্চার শব্দে তুমি পৃথিবী পরিপূর্ণ করো
শব্দ বসাও শব্দ সাজাও
তমাল সাহা
১)শব্দের জানালা দরোজা
কত শব্দ বসালে তুমি অক্ষরবৃত্তে
সব অক্ষরই আমার মুখোমুখি
এখন সব শব্দই মিথ্যে
জানালা খোলার শব্দ এখনো পেলাম না তো
সন্দেহ এখনো তুমি আমার তো!
দরজা খোলার শব্দ পাইনি
এখনো ঢুকতে দিলে না বাতাস
সেই মানুষের খোঁজে এখনো আমি হতাশ
সহজ সরল শব্দে বলতে পারলে না
খুলে দিয়েছি সমস্ত আকাশ, কাছে এসো
এতো শব্দের কারসাজি
এতো দীর্ঘ কবিতা কী হবে তবে
এতো কঠিন কোনো উচ্চারণ নয়
আমি তোমায় ভালোবাসি
তুমি আমায় ভালোবাসো
২) শব্দ চাই
সংক্ষুব্ধ ঝড়ের উপর আমি বর্ণ বসাই
ঢেউ ভাঙা জলপ্লাবনের উপর আমি বর্ণ বসাই
প্রবল রক্তস্রোতের মধ্যে আমি বর্ণ বসাই
বর্ণগুলি ক্রমাগত ভাঙতেই থাকে
কোন শব্দ গড়ে ওঠে না
আমি চিৎকার করে বলে যাই
সক্রোধী শানিত শব্দ চাই…
বিধ্বংসী বোমারু শব্দ চাই…
অগ্নিক্ষরা প্রজ্বলিত শব্দ চাই…