অবতক খবর, বাঁকুড়াঃ আজ সরস্বতী পূজা , স্কুল থেকে কলেজ সর্বত্রই পুজোকে কেন্দ্র করে মেতে উঠেছে যুবক-যুবতীরা । সরস্বতী পুজোর আরেকটা অন্য নাম ভালোবাসার দিন । আর এই দিনটাকে সকলেই নিজের মত করে উপভোগ করছেন । আজকের দিনে ছাত্র-ছাত্রীরা মা সরস্বতীর কাছে নিজের ভালো , সকলের ভালো এবং যাতে পড়াশোনা ভালো হয় সেই প্রার্থনাই জানায়।
তবে সরস্বতী পুজো মানে যুবক-যুবতীদের কাছে একটা অন্যরকম মাত্রা এনে দেয় । কেমন কাটলো আজকের এই দিনটা জানতে এই যেমন আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছে বিষ্ণুপুর শহরের রামানন্দ কলেজে । কেমন কাটছে কলেজের এবছরের সরস্বতী পুজো কতটা আনন্দ উপভোগ করছে যুবক-যুবতীরা শুনবো তাদের কাছ থেকে ।
অঙ্কিতা চৌধুরী নামে এক কলেজ পড়ুয়া বলেন , প্রতিটা যুবক-যুবতী আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে । বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া আবার কেউ কেউ প্রেমিক-প্রেমিকাদের সাথে ঘুরতে বেরোয় । এছাড়াও তিনি বলেন সরস্বতী পুজো হচ্ছে বাঙালির কাছে ভ্যালেন্টাইনস ডে ।