অবতক খবর,১০ মার্চ : বকেয়া ডিএ-র দাবিতে শুক্রবার রাজ্য প্রশাসনকে অচল করে দেওয়ার কথা বলেছিল সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। কিন্তু ধর্মঘটের দিন রাজ্য সচল রইল না অচল, তা নিয়ে পরস্পরবিরোধী দাবি করতে শোনা গেল কর্মচারী সংগঠনগুলির তরফে। ধর্মঘটে শামিল সংগঠনগুলির দাবি, শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের প্রায় সমস্ত সরকারি কার্যালয়ে কাজকর্ম ‘স্তব্ধ হয়ে গিয়েছে’। অন্য দিকে রাজ্যের শাসকদল তৃণমূল প্রভাবিত সরকারি কর্মচারী ফেডারেশনের দাবি, সরকারি অফিসগুলিতে ধর্মঘটের ‘বিন্দুমাত্র প্রভাব পড়েনি’।
তবে সূত্র মারফত জানা গিয়েছে, সকাল ১১টা পর্যন্ত নবান্ন, বিকাশ ভবনে কর্মীদের হাজিরা স্বাভাবিক রয়েছে। তবে ধর্মঘটের প্রভাব পড়েছে নব মহাকরণ, খাদ্য ভবন, ক্রেতাসুরক্ষা ভবন, কৃষিবিপণন ভবনে। অধিবেশন চলায় স্বাভাবিক হাজিরা রয়েছে বিধানসভাতেও। মহাকরণে যে ক’টি দফতর খুলেছে, সেখানে কর্মীদের হাজিরার সংখ্যা অন্য দিনের তুলনায় খানিকটা কম বলে জানা গিয়েছে।