অবতক খবর,১২ মার্চঃ প্রতি বছরের মতো এবছরও খতমে বোখারী অনুষ্ঠান আয়োজিত হলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের অতি সুপরিচিত প্রতিষ্ঠান জামেয়া মোহাম্মাদীয়া দারুল উলুম লোহরপুর মাদ্রাসায়। রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে হেফজ ও আলেম বিভাগের কৃতিরা বোখারী খতম করেন। এবছর মোট ১৪ জন মাদ্রাসা ছাত্র হেফজ ও আলেম ডিগ্রি সম্পন্ন করেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামেয়া মোহাম্মাদীয়া দারুল উলুম লোহরপুর মাদ্রাসার হেড মোদাররেস মাওলানা নাসিমুদ্দিন রহমানি, সহকারী হেড মোদাররেস শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম কাসেমী, মাদ্রাসার সম্পাদক মাস্টার আব্দুল খালেক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উল্লেখ করা যেতে পারে, ১৯৪২ সালে জামেয়া মোহাম্মাদীয়া দারুল উলুম লোহরপুর মাদ্রাসা প্রতিষ্ঠিত হবার পর থেকে প্রতি বছর মাওলানা ডিগ্রি, হাফেজ ডিগ্রি পেয়ে শত শত আলেম রাজ্যের নানান প্রান্তে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবছরও মাদ্রাসার মোট ১৪ জন ছাত্র আলেম ও হাফেজ ডিগ্রি সম্পন্ন করেন। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বোখারী খতম করেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্তে থেকে আলেমওলামা, সাধারণ মানুষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।