অবতক খবর,১৬ মার্চঃ শ্বশুর বাড়ি থেকে পরীক্ষা দিতে বাঁধা, পুলিশ প্রশাসনের দারস্থ হয় উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীর নাম সুলতানা খাতুন। বাড়ি তিলডাঙ্গা। গত এক বছর আগে বিয়ে হয় ফরাক্কা থানার বিন্দুগ্রামে। উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীর অভিযোগ বৃহস্পতিবার সকালে স্বামী ও শশুর বাড়ির লোকজন তাকে বাড়িতে তালা মেরে বন্দি করে রাখতে চেয়ে ছিল। সেই সময় সুলতানা খাতুন বাড়ি থেকে পালিয়ে ফরাক্কা থানার দারস্থ হয়। ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ছাত্রীর মুখে তার কাছ থেকে জানতে পারে পরীক্ষার্থীর শশুর বাড়ির থেকে তাকে পরীক্ষা দিতে দেবেনা। তার এডমিট কার্ড সহ তার সমস্ত কাগজপত্র তার শশুর বাড়ি থেকে ফেলে দেয়।

ফরাক্কা থানার আইসি নিজে গিয়ে দেখে তার শ্বশুর বাড়িতে তালা মারা। শশুর বাড়ির পাশের জঙ্গল থেকে তার এডমিট কার্ড ও ব্যাগ উদ্ধার করে নিয়ে এসে সুলতানাকে নিউ ফরাক্কা হাইস্কুলে পরীক্ষা সেন্টারে বসিয়ে দেয়ে। এরকম উদ্যোগকে স্বাগত জানাই নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।