শুরু হলো ৪৪ তম বইমেলা। বই, বই আর বই। তুমি সঙ্গে থাকো। তুমি আমার সই।
অক্ষরের আগুন
তমাল সাহা
রাত্রি অন্তর্বাস খুলে দেখায়
নক্ষত্রের উজ্জ্বল বিভাস।
তার নিচে বিশাল প্রান্তরে
পৃথিবীর আদি অনন্ত অক্ষরগুলি
নীরব নৈঃশব্দে শব্দময় হয়ে আছে।
আলোর নিচে এই বর্ণসজ্জা
জীবনের গান হয়ে গেলে
আরো অনন্য নির্মাণের স্বরলিপি
লেখা হবে পৃথিবীর বাগানে।
কবি আসে
লেখক হেঁটে যায়
পাঠক কথা বলে
হৃদয় নড়ে ওঠে প্রজ্ঞার বিস্ময়ে।
অক্ষরের আগুন নিয়ে
এক আশ্চর্য খেলা শিখেছে মানুষ।