অবতক খবর,৬ এপ্রিলঃ ভারতীয় জনতা পার্টির আজ ৪৩ তম প্রতিষ্ঠা দিবস। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে দিনটি উদযাপন করছেন বিজেপি কর্মী সমর্থকরা। বর্তমান কেন্দ্রের শাসক দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা তুলে দিনটি উদযাপন করেন বিজেপি নেতা-কর্মীরা। তবে আজ থেকেই ২০২৪ এর লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে ফেললো বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো পার্টির প্রতিষ্ঠাতা দিবসের দিনেই আগামী বছর লোকসভা নির্বাচনের জন্য দেওয়াল লিখনের কাজ শুরু করলেন রাজ্য- জেলা বিজেপির নেতৃত্ব।
ব্যারাকপুর সাংগাঠনিক জেলার দলীয় অফিসের সামনেই দেওয়াল জুড়ে পদ্মফুল এঁকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে ফেললেন সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি। দেওয়ালে টুলির টান দিয়ে তিনি বলেন, সংগঠনকে আরো শক্তিশালী ও বুথস্তর পর্যন্ত পৌঁছতে আমরা কর্মসূচি আয়োজন করেছি। আগামী দিনে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের নির্দেশে প্রত্যেক বিধানসভা জুড়ে দেওয়াল লিখনের কাজ শুরু হবে। তিনি আরো বলেন আজ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ উন্মাদনা তুঙ্গে।