রাষ্ট্রশক্তিকে ভাঙার কথা এত সহজে পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারেননি
এক সহজিয়া
তমাল সাহা
আমাদের চোখে ছিল ঠুলি অথবা অন্ধ চশমা।
আমরা বুঝিনি, সিনেমায় রাজনীতি স্বাভাবিক,
কত সহজ রাজনৈতিক সিনেমা।
‘দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে
মন্দ যে সে সিংহাসনে চড়ে।
ও ভাই সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটেনা আহার।
হীরার খনির মজুর হয়ে কানা কড়ি নাই
ওরে ভাইরে!’
সবই দেখিয়ে গিয়েছিল সে,
আমাদের ভালোবেসে।
বলেছিল,
‘অনাচার করো যদি
রাজা তবে ছাড়ো গদি।
যারা তার ধামাধরি
তাদেরও বিপদ ভারী।’
সিদ্ধান্তে সোচ্চার সে —
‘দড়ি ধরে মারো টান
রাজা হবে খান খান’
রাষ্ট্রশক্তি ভাঙার কথা—
পৃথিবীর ইতিহাসে কেউ এমন সহজ সরল বাক্যবন্ধে বলতে পারেন নি।
সেই দড়িটা ছিল প্রতীকী।
সেই দড়ি সংগ্রহে হতে হবে তৈরি
সংগ্রহ হলে টানতে আর কত দেরি?