অবতক খবর, নয়া দিল্লী: শনিবার দেশের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি রয়েছে বাজেটে দেখে নেওয়া যাক:
*৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর লাগবে না।
* ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ কর পড়বে
*মহিলাদের ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে।
*মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও অর্থ সাহায্য করার প্রতিশ্রুতি।
*বাজেটে শিক্ষাখাতে পুরুষদের তুলনায় মহিলাদের জন্য বেশি বরাদ্দের প্রস্তাব,খাতে ২৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে ।
*বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প সফল হয়েছে।
*মেয়েদের পুষ্টির জন্য বরাদ্দ ৩৫.৫ কোটি টাকা।
*৯ হাজার কিমি নতুন ইকোনোমি করিডর তৈরির প্রস্তাব।
* রেললাইনের বৈদ্যুতিকরণ এর প্রস্তাব।
*তেজসের মতো দ্রুত গতির ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তাব
*রেল লাইন বরাবর সোলার প্যানেল বসানোর প্রস্তাব।
*প্রধানমন্ত্রী আরোগ্য যোজনায় জোর দেওয়া
* চালু করা হচ্ছে মিশন ইন্দ্রধনুষ প্রকল্প।১২ টি বিশেষ রোগের চিকিৎসার জন্য এই প্রকল্প চালু হচ্ছে। চলতি অর্থবর্ষে বাজেটে স্বাস্থ্যখাতে 69 হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
*PPP মডেলে জেলা হাসপাতালের সঙ্গে মেডিক্যাল কলেজকে যুক্ত করার প্রস্তাব।
* ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল করতে বাজেটে বিশেষ প্রস্তাব।
*আয়ুষ্মান প্রকল্পে ১১২ টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
* সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাব।
*বাজেটে শিক্ষাখাতে 99 হাজার 300 কোটি টাকা বরাদ্দ।
*বাজেটে নতুন শিক্ষানীতি চালুর প্রস্তাব।
*দেশের বড় হাসপাতালগুলি থেকে BND ও SNB ডিগ্রি প্রদান করা হবে ।
*2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে বদ্ধপরিকর কেন্দ্র।
*বাজেটে ১৬ পয়েন্ট অ্যাকশন প্ল্যানের প্রস্তাব।
* কৃষিক্ষেত্রে সৌরশক্তির ব্যবহারের জন্য কৃষকদের উৎসাহিত করা হবে।
*ভারতীয় রেল বিশেষ ব্যবস্থা নেবে মাছ-মাংস, দুগ্ধজাতীয় পণ্য পরিবহনা নিয়ে।