অবতক খবর,২৩ জুনঃ গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দী গছ, হেতলা গছ, নাহার গছ সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক পরিবার । জলনিকাশি ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যা। শুক্রবার জলনিকাশি ব্যবস্থার দাবিতে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগছ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সকাল থেকেই চলছে অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ জলনিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলনিকাশি হচ্ছে না।
এবিষয়ে বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।কোথাও রাস্তার উপর এক কোমড় জল। কোথাও আবার বাড়ি গুলি জলমগ্ন। বাড়িতে রান্নার পরিস্থিতি নেই। জলবন্দী হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার। রাস্তার উপর দিয়ে বইছে জল। রান্না খাওয়া সহ বাসস্থান নিয়ে চরম সমস্যায় বাসিন্দারা ।রান্না ঘরে জল ঢোকার কারণে রান্না করে খেতে পাচ্ছেন না বহু পরিবার । এতে চরম সমস্যায় পরেছে পরিবার গুলি।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়ার ব্লক প্রশাসনের আধিকারিকেরা ও চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। গ্রামবাসীদের দাবি পুরন না হলে তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবে।