অবতক খবর,২৩ জুনঃ আদালত এখন অতি সক্রিয়। আদালতের পক্ষ থেকে প্রায়শই এখন অনেক কিছু বলা হচ্ছে বা করা হচ্ছে যা আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়েও আদালত তার মতামত দিচ্ছে। যদিও আদালতকে মনে রাখতে,,, এরা যে মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার রয়েছে। একটি রাজ্য পরিচালনা করে সেই সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচিত সরকার। আদালত কেবলমাত্র আইনি বিষয়টি রক্ষিত হচ্ছে কিনা তা নিশ্চিত করে।

আদালতের সক্রিয়তা নিয়ে এবার কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও বরিষ্ঠ নেতা তাপস রায়।

সেদিন তিনি আরো বলেন, যখনই বিরোধী রাজনৈতিক দলের কেউ কোনো সংঘর্ষে মারা যায়,তখন বিরোধী রাজনৈতিক দলগুলি পক্ষ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে তাদেরকে দায়ী করা হয়। অথচ তৃণমূল কংগ্রেসের কোন নেতা কর্মী মারা গেলে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বলা হয়, গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খুন হতে হয়েছে। সম্প্রতি আদায়ের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কে গুলি করে খুন করার প্রসঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলিকে তোপ দাগলেন তাপস রায়।

পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তাপস বাবু এদিন বলেন, তৃণমূল কংগ্রেসের কাছে এ রাজ্যের যেকোনো নির্বাচনই পাখির চোখ। আমাদের দল সারা বছর মানুষের সঙ্গে থাকে এবং মানুষকে নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করে। ফলে কেবলমাত্র ভোট এলেই পরিযায়ী পাখির মত বিরোধী রাজনৈতিক দলগুলির মত হঠাৎ করে রাজনীতির ময়দানে সেজেগুজে হাজির হতে হয় না।

বিরোধীরা দাবি করেই চলেছে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। পর্যাপ্ত বাহিনী ছাড়া তারা ভোটে অংশগ্রহণ ও জয়যুক্ত হতে পারবেনা। এ প্রসঙ্গে তাপস বাবুর আবেদন,প্রয়োজনে আধা সামরিক বাহিনী নয়- পুরোপুরি সামরিক বাহিনী বা মিলিটারি দিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট করা হোক এ রাজ্যে। তাহলে হয়তো বিরোধী রাজনৈতিক দলগুলি পূরণ হতে পারে। যদিও বিরোধী রাজনৈতিক দল গুলির কাছে প্রার্থী দেওয়ার মতো এবং এজেন্ট দেওয়ার মতো পর্যাপ্ত লোক না থাকলে তার জন্য তারা কোনভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করতে পারবে না। কটাক্ষ তাপস রায়ের।