গাঙ্গেয় উপত্যকায় এখন বারুদ পূর্ণ জলবায়ু। বারুদের গন্ধ নিয়ে ছুটছে বাতাস।
বাড়ির ছাদে বোমা, খাটের নিচে বোমা, পোড়ো বাড়িতে বোমা, কলাবাগান আমবাগান পাটের ক্ষেতে বোমা। বোমার স্তূপ, ড্রাম ভর্তি বোমা, শত শত হাজার হাজার বোমা শব্দগুলি বাধাহীন দৌরাত্ম্যে ছুটে চলে…

বোমা
তমাল সাহা

ঐতিহ্য আমাদের উত্তরাধিকার। এস ওয়াজেদ আলীর সেই লাইনটি প্রবাদ হয়ে গিয়েছে– সেই ট্রাডিশান সমানে চলিতেছে…

বোমার ঐতিহ্য আমাদের আদি এবং অকৃত্রিম।
আমরা বোমাকে ভালোবাসি।
হেমচন্দ্র কানুনগো বোমার কারখানা বানিয়েছিলেন। নিজে হাতে বোমা তৈরি করতে জানতেন। বোমা তৈরি এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ নিতে তিনি বিদেশে গিয়েছিলেন।তিনি উল্লেখযোগ্য তিনটি বোমা বানিয়েছিলেন। করেছিলেন।
একটি বোমার আকার নাকি বইয়ের মত ছিল। এই তিনটির একটি বোমা পেয়েছিলেন মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম বসু। কিংসফোর্ড হত্যার কাজে এই বোমাটি ব্যবহৃত হয়েছিল যদিও বোমাটি নির্দিষ্ট অত্যাচারীকে হত্যা করতে ব্যর্থ হয়।
নিশ্চিত বোমা মারতে দক্ষ ছিলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, ভগৎ সিং। ভগৎ সিং তো প্রকাশ্যেই পার্লামেন্টের ভিতরে বোমা ফাটিয়েছিলেন। এদের বলা হয় বোমারু অথবা বারুদ বালক।

রবীন্দ্রনাথের প্রিয় অগ্নিকন্যা কল্পনা দত্ত তো গান কটন বিস্ফোরক বানাতে জানতেন। তিনি পরাধীন ভারতবর্ষে ওপার বাংলায় একদিন জেলখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন। অনন্ত সিংদের জেল থেকে বার করে আনার প্রচেষ্টায় রত ছিলেন।

বোমারু ভগত সিংকে নিয়ে চলচ্চিত্র হয়েছে, মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরামকে নিয়ে বাংলা তেলেগু সিনেমা হয়েছে, কল্পনা দত্তকে নিয়ে সিনেমা হয়েছে, খেলে হাম জি জান সে।

আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা ঐতিহাসিক।মানিকতলায় নাকি বোমা তৈরি হতো।

আমাদের হালিশহরে মল্লিকবাগ অঞ্চলে তারবাগানে এবং রামপ্রসাদ ভিটের কাছে কোনো আমবাগানে রিভলবার মাস্টার বিপিনবিহারী গাঙ্গুলি সহযোদ্ধা শিষ্যদের
নিয়ে নাকি বোমা বানাতেন। হালিশহরের নারায়ণ দাস চৌধুরীর বাড়ির ছাদে একবার স্বদেশী বোমা তৈরি হয়েছিল, এমনই শুনেছি।

ব-য়ে বাংলা, ব-য়ে বোমা, ব-য়ে বাঙালি।
বোমাকে ঐতিহ্যশালী করে তুলতে বাঙালি গাঙ্গেয় উপত্যকায় বোমা শিল্প গড়ে তুলেছে। এখানে গাঙ্গেয় পারে আচার্যপাড়া ভাঙ্গনপাড়া মাঝেরচর অন্যদিকে জেলা ভিত্তিক অন্যান্য জায়গায় কলাবাগানে আম বাগানে পাটক্ষেতে বোমা শিল্প গড়ে উঠেছে।

বোমা শব্দটি উচ্চারণে একটি ব্যঞ্জনা আছে। কারণ শব্দটির শেষে মা উচ্চারণটি ধ্বনি মাধুর্যের সৃষ্টি করেছে!