অবতক খবর,২৬ জুনঃ আচমকা বন্ধ হয়ে গেল জগদ্দলের এআই চাঁপদানী জুটমিল। রবিবার মিল বন্ধ থাকায় কাজে যোগ দেয়নি। সোমবার সকালে তারা মিলে এসে দেখে গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো রয়েছে। আর যার জেরে কর্মহীন হয়ে পড়ে প্রায় 600 শ্রমিক। মিল কর্তৃপক্ষের তরফে জানা গেছে শ্রমিকের অভাবে সামরিক মিল বন্ধ রাখতে হচ্ছে। যদিও এতে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মিলের গেটে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তারা বিক্ষোভ থেকেই অবিলম্বে মিল খোলার দাবি জানান।

তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের নেতা বলেন, মিল কর্তৃপক্ষ বিজেপির কিছু লোকের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে মিল বন্ধ করেছে। মিলবন্ধের খবর ছড়িয়ে পড়তেই যাতে কোন অশান্তি না ঘটে সেইজন্য মিলের গেটে মোতায়েন করা হয়েছিল জগদ্দল থানার পুলিশ বাহিনী।