অবতক খবর: মঙ্গলবার ভোটমুখী মধ্যপ্রদেশে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই জনসভায় বক্তব্য রাখার সময় তিন তালাকের উদাহরণ টেনে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেই জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘মুসলিমদের ক্ষেত্রে তিন তালাক যদি ধর্মীয় ভাবে এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মতো দেশে কেন এটা নেই?’ প্রসঙ্গত, ভারতের সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদে বলা আছে, যখনই দেশের সব রাজ্যের বিধায়ক এবং ভারতের সংসদের জন্য পরিস্থিতি অনুকূল হবে তখনই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত। এই অনুচ্ছেদকে হাতিয়ার করেই বারংবার জনসংঘ থেকে বিজেপি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করে এসেছে।
গুজরাট বিধানসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই বহু বিজেপি শাসিত রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও এই নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। যদিও বিজেপি নেতারা বরাবরই এর পক্ষে সওয়াল করে এসেছেন। এই আবহে আজকে ভোপালে দাঁড়িয়ে মোদীর বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তান দত্তক নেওয়া থেকে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে দেশে ধর্ম নির্বিশেষে একটি আইন কার্যকর করার দাবি করে এসেছে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, সংখ্যালঘুদের তোষণ ও তুষ্টিকরণের রাজনীতির কারণেই ধর্মনিরপেক্ষ ভারতে এখনও অভিন্ন দেওয়ানি বিধি চালু করেনি কংগ্রেস। এই আবহে বারবার নির্বাচনী ইস্তেহারে অভিন্ন দেওয়ানি বিধির বিষয়টি উল্লেখও করেছে বিজেপি।