অবতক খবর,২৮ জুন,বারাসত: ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বারাসাতের হেলাবটতলায় অটো ও টোটো রিস্কাস স্ট্যান্ড এর দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকায় মঙ্গলবার বিকেলে। বিরুদ্ধগোষ্ঠীর হাতে আক্রান্ত হয়ে রক্তাক্ত হলেন বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল।

তার অভিযোগ জনৈক অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে বুড়ো নামে এক ব্যক্তি তৃণমূল কংগ্রেস নেতার পরিচয় দিয়ে টোটো, অটো এবং ভ্যান- রিক্সার থেকে নিয়মিত তোলা আদায় করে। ঘটনাচক্রে আইএনটিটিইউসির হেলাবটতলা ইউনিয়নের সভাপতি হিসেবে এখনো বর্তমান রয়েছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে বুড়ো। মঙ্গলবার দুপুরে দলবল নিয়ে সেই ঘটনার প্রতিবাদ করতে যান ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। তখনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়কে এবং বারাসাত-ব্যারাকপুর নীলগঞ্জ রোডে। পরে অবশ্য পুলিশ দুই পক্ষকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়।