অবতক খবর: কোথায় কোন বাহিনীর কত জওয়ান, রাজ্য নির্বাচন কমিশনকে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১১ জেলায় পাঠানো হচ্ছে সিআরপিএফ, ৬ জেলায় আসছে সিআইএসএফ, ৯ জেলায় আসছে বিএসএফ। দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও নদিয়ায় সিআরপিএফ পাঠাচ্ছে কেন্দ্র। বুধবার কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। ৩১৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা জানাল কেন্দ্র।

প্রসঙ্গত, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এক দফাতেই হবে এই ভোট। তবে বিরোধীরা ভোটের দফা বাড়ানোর দাবিতে অনড়। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যবহার করা হবে না সিভিক ভলেন্টিয়ারদের। হাইকোর্ট নির্দেশকে মান্যতা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র পুলিশকে সহযোগিতা করবে। রাজ্য নির্বাচন কমিশন এই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং বিভিন্ন জেলার জেলাশাসকদের। সিভিক ভলেন্টিয়ারকে কীভাবে ব্যবহার করা হবে, তার জন্য ইতিমধ্যেই যে নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী কাজ হবে। প্রত্যেকটি জেলার পুলিশ সুপারদের এই মর্মে নির্দেশিকা দিয়েছে।

এদিকে,মক্কা থেকে মনোনয়ন জমা করেছিলেন মিনাখাঁর তৃণমূল প্রার্থীর। কমিশন সূত্রে জানা যাচ্ছে, জালিয়াতি করেই বিদেশ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির, আদালতে জানাতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। ৪ জুন হজে গেলে ১০ জুন ডিক্লারেশনে কীভাবে সই করলেন মোহারুদ্দিন? জালিয়াতি করেই মনোনয়ন জমা দিয়েছেন মোহারুদ্দিন, এমনটাই মনে করছে কমিশনের।