অবতক খবর: বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বিস্ফোরক দাবি করেছেন। দাবি করেন, ‘নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার বুথ থেকে স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে।‘ বৃহস্পতিবার ইদের সকালে সপরিবারে নামাজ পাঠের পর মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ভুয়ো ব্যালট তৈরি করা হচ্ছে প্রসঙ্গে বলেন, ‘পাগল-ছাগলে অনেক কিছু বলে। নাচতে না জানলে উঠোন ব্যাঁকা। বিরোধীরা জানে ওরা কিছুই পাবে না। তাই এসব বলছে। বোমা গুলির আমদানি করছে। রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে।‘
‘বাংলায় এক সাংঘাতিক কারচুপির খেলা খেলতে চলেছে তৃণমূল’ এমনই বিস্ফোরক দাবি শোনা গিয়েছে অধীর চৌধুরীর কাছ থেকে। স্বভাবতই প্রদেশ কংগ্রেস সভাপতির এমন বক্তব্য সামনে আসার পরে চাঞ্চল্য ছড়িয়েছে।
ফিরহাদ হাকিম এদিন বলেন, “মানুষ দেখবে যারা কাজ করেছে তাকেই ভোট দেবে। আমি শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করেছি। মানুষ যাকে মনে করবে সেই কাজ করবে মানুষের জন্য। আমাকে যোগ্য মনে হলে আমাকে দায়িত্ব দেবে। অন্য কাউকে যোগ্য মনে হলে তাঁকে।” আগামী শুক্রবার বীরভূম সফরে যাচ্ছেন, সেই প্রসঙ্গে বলতে গিয়েও বুঝিয়ে দিলেন আজও অনুব্রতর উপর ভরসা রয়েছে তাঁর। বললেন, “কেষ্ট হয়তো এখন আমাদের সঙ্গে নেই। তবে মানুষ সঙ্গ আছে আমাদের।”
ভুয়ো ব্যালট ইস্যুতে যেভাবে রাজ্যের মন্ত্রি ফিরহাদ হাকিম বিরোধীদের পাগল-ছাগল বলে কটাক্ষ করেছেন, এর ফলে পঞ্চায়েত ভোট ঘিরে উত্তেজনার পারদ আরও চড়বে বলাই যায়। এর পাশাপাশি ইদে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, “সিদ্ধান্ত মানুষের। মানুষ যাকে চাইবেন তাঁকেই ভোট দেবেন।”