অবতক খবর: সংসদের বাদল অধিবেশনেই পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি আইন, এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। সরকারের শীর্ষস্তরের এক সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যম দাবি করেছে, আইন মন্ত্রক ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু করেছে। যা আসন্ন বাদল অধিবেশনেই পেশ করা হতে পারে।
জানা যাচ্ছে, আগামী ৩ জুলাই সংসদীয় স্ট্যান্ডিং কমিটি আইন কমিশনের প্রতিনিধিদের তলব করেছে। আইন কমিশন কিছুদিন আগেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ নাগরিকদের মতামত জানতে চেয়েছিল। আইন কমিশন কী তথ্য পেল সেটা খতিয়ে দেখতে চায় সংসদ বিষয়ক এবং আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি।
তারপরই চূড়ান্ত করা হবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া। যা আসন্ন বাদল অধিবেশনেই পেশ করা হতে পারে লোকসভায়। সংসদের বাদল অধিবেশন শুরু হবে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে। এই মুহূর্তে সরকারের যা সাংসদ সংখ্যা, তাতে অন্তত লোকসভায় এই আইন পাশ করাতে বিশেষ বেগ পেতে হবে না মোদী সরকারকে।
বিজেপির বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের মূল ভাবধারা বজায় থাকবে। ‘একটি রাষ্ট্রে দুই প্রধান, দুই নিশান ও দুই বিধান থাকতে পারে না।’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাক্যবন্ধ বিজেপির নীতি নির্ধারণে স্পষ্ট।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ২০১৯ সালেও বিজেপির নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়টির উল্লেখ ছিল। তবে কেন্দ্রীয় স্তরে এখনও পর্যন্ত তা কার্যকর হয়ে ওঠেনি। ২০২৪-এর আগে সেই প্রতিশ্রুতি পূরণ করতে উদ্যোগী হল কেন্দ্র সরকার। যদিও কংগ্রেস-সহ বিরোধী শিবির এই বিলের প্রবল বিরোধিতা করবে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।