অবতক খবর,৩০ জুনঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করতে সব রাজনৈতিক দল মাঠে নেমে গিয়েছে। প্রার্থী প্রচারকে সামনে রেখে যদিও টিকিট নিয়ে বড়সড়ো কাটমানি এবং দুর্নীতি হয়েছে অভিযোগ করছেন হরিণঘাটা বিধানসভার পঞ্চায়েত নির্বাচনের বিজেপি নেতৃত্ব।
যদিও নির্বাচনের আগে থেকে দায়িত্ব পেয়েছিলেন হরিণঘাটা বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনী কনভেনার হিসেবে বিজেপি নেতা ও মতুয়া মহাসঙ্ঘের অন্যতম মুখ বনগাঁ সাংগঠনিক জেলার হরিণঘাটা পঞ্চায়েত নির্বাচনী কনভেনার নৃপেন বিশ্বাস। পাশাপাশি বর্তমানে নদিয়া জেলা পরিষদের বিজেপি প্রার্থীও বটে।
পঞ্চায়েত নির্বাচনে হরিণঘাটায় আর একজনকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। হরিণঘাটা বিধানসভার বিধায়ক তথা জনপ্রিয় কবিয়াল অসীম সরকার কেও।
যদিও বিজেপির অন্দরেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সরাসরি এই পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনকে নিয়ে একাধিক পুরাতন বিজেপি কার্যকর্তা মন্ডল সভাপতি ও বিজেপির নেতৃত্বদের ছেঁটে ফেলা হয়েছে, দেওয়া হয়নি কোনো নির্বাচনের দায়িত্ব কিংবা টিকিট পাশাপাশি ২০১৮ সালে তৃণমূলের রমরমে জয়ের সময় সব পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়ে গেলেও হরিণঘাটা ব্লকে নগরউকরা টু গ্রাম পঞ্চায়েতে একমাত্র প্রদীপের আলোর মতো জ্বলজ্বল করছিলেন একটি আসনে জয়লাভ করার পঞ্চায়েত সদস্য যদিও তাকেও এবছর টিকিট দেওয়া হয়নি। এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বরা দলীয় ভাবে ক্ষোভ প্রকাশ করলেও কোন রকম ভাবে সংবাদমাধ্যমে সরাসরি মুখ খুলতে চাইছেন না কারণ তাতে দলের ভাবমূর্তি খারাপ হয়ে যাবে।
পাশাপাশি এক এলাকার প্রার্থী অন্য এলাকায় দাঁড়িয়েছে এমন অভিযোগ করা হচ্ছে।
যদিও এই বিষয়ে যারা দীর্ঘদিন ধরে মার খেয়ে বিভিন্ন প্রশাসনের অত্যাচার হয়ে বর্তমানে বিজেপির দাবিদার ছিল তাদেরকে টিকিট না দেওয়ায় তারা বর্তমানে হরিণঘাটায় পঞ্চায়েত নির্বাচনে বিরোধী প্রার্থী হয়ে দাঁড়িয়েছে।
বিজেপির পক্ষ থেকে প্রত্যেক বুথে নাম নেওয়া হলেও তাদেরকে প্রার্থী করা হয়নি বলে দাবি করছে বিজেপি।
এই পঞ্চায়েত নির্বাচনে বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভায় যে সকল এলাকায় পঞ্চায়েত কিংবা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীরা লড়ছেন তারা খুব একটা যে ভালো ফল করবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতৃত্ব।
বর্তমানে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনকে কেন্দ্র করে হরিণঘাটা বিধানসভায় বিধায়ক অসীম সরকার ও বিজেপি নেতা নৃপেন বিশ্বাসের দূরত্ব বাড়ছে বলে তাদের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।