অবতক খবর: পঞ্চায়েত ভোটের আর ৫ দিন বাকি। আর সোমবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় শিলাবতী নদীর পাড় থেকে উদ্ধার হল অর্ধেক তৈরি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম। সকালে কল্লা গ্রামে নদীর পাড়ে এইসব জিনিস পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, রাতে বোমা বাঁধার কাজ চলছিল।
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু,শালিপুরে বোমা বিস্ফোরণে মৃত্যু হল তৃণমূল কর্মীর। ক্যান্সার আক্রান্ত আরও এক তৃণমূল কর্মী জখম। তাঁকে কলকাতার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আরেক দিকে মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার হল তাজা বোমা ও বোমা তৈরির মশলা। বোমা বাঁধার খবর পেয়ে রবিবার রাতে ডোমকলের বাগডাঙ্গা মুরারীপুর এলাকায় হানা দেয় পুলিশ। পঞ্চায়েত ভোটের মুখে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। বাবুপুরে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী আরিফ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জঙ্গিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবার ,বোমা বাঁধার সময় হাত কেটে খুন, অভিযোগ মৃতের পরিবারের। বিস্ফোরণে আহত ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের অনুমান, মাঠের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল। সেইসময় বিস্ফোরণ ঘটে, তাতেই মৃত্যু হয় পরিতোষ মণ্ডল নামে ওই ব্যক্তির। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ২ নম্বর ব্লকের শিউলিতে বিজেপি প্রার্থীর বাড়ির কাছেই বোমা বিস্ফোরণ, উদ্ধার হল তাজা বোমা। বিজেপি প্রার্থীর দাবি, গতকাল রাতে শিউলি গ্রাম পঞ্চায়েতের সেলামপুরে তাঁর বাড়ির কাছেই বোমা বিস্ফোরণ হয়। সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা উদ্ধার, বোমা ফেটে আহত এবং মৃত্যুর খবর সামনে আসছে। যা রাজ্য প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ, ৮ জুলাই নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার পথে।