অবতক খবর: বীরপাড়ায় এ দিনের প্রথম সভা থেকেই গত পঞ্চায়েত ভোটের গণনায় আলিপুরদুয়ার জেলা পরিষদের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন শুভেন্দু। এর পরেই শুভেন্দু বার্তা দেন, এ বারের পঞ্চায়েত ভোটে সব বুথকে রক্ষা করতে হবে। সেই সঙ্গে বলেন, “গণনাকেন্দ্রে আমাদের কাউন্টিং এজেন্ট থাকবেন। প্রার্থী ও তাঁর ইলেকশন এজেন্ট থাকবেন। ওই ক্যাম্পে আমাদের লোককে থাকতে হবে। আর যত জন সাংসদ, বিধায়ক ও মন্ত্রী রয়েছেন, তাঁরাও সবাই কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে সেই ক্যাম্পের বাইরে চৌকিদারের মতো থাকবেন। সেটা প্রয়োজন। তা না হলে চোর পার্টি (নাম না করে তৃণমূলকে আক্রমণ করে বলেন) ভোট লুট করবে।” আবাস যোজনা-সহ নানা প্রাকল্পে জ্যের প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগের জবাব দিতে গিয়ে শুভেন্দু এ দিন বলেন, “আমরা টাকা আটকাইনি। চুরি আর দুর্নীতি রুখেছি।“
এ দিন কুমারগ্রামের সভা থেকে অভিষেককে নিশানা করে শুভেন্দু বলেন, ‘‘ভাইপো এবং পুলিশ এক সঙ্গে গরু পাচার করছিল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে বলে সেটা বন্ধ করেছি। এখানে কয়লা ভাইপো এসেছিল পুলিশ নিয়ে এবং বলেছিল দুর্নীতি প্রমাণ হলে নাকি ফাঁসিতে উঠবে। আর কত প্রমাণ চাই?’’
জেরে চা বলয় অধ্যুষিত ডুয়ার্সকে এ বারের ভোটে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। সম্প্রতি ডুয়ার্সের ক্রান্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাদারিহাট সংলগ্ন ফালাকাটায় সভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরপারা, কালচিনি, কুমারগ্রাম এই তিন জায়গাতে চা স্রমিকরা ভোটে এক্স ফ্যাক্টর। পঞ্চায়েত ভোট মিটলেই সমস্ত দল ঝাঁপাবে লোকসভা ভোট নিয়ে। তাই শাসক বিরোধী সমস্ত দলেরই চোখ এখন ডুয়ার্স। তাই ভোট শেষ হতেই গণনা কেন্দ্রের পাহারায় চৌকিদারের প্রসঙ্গ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।