অবতক খবর: ‘শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতো পালাতে হবে পিসি আর ভাইপোকে’ সোমবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী্কে। সোমবার তিনি বলেন, সমস্ত জায়গায় স্ট্রং রুম পাহারার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর সমস্ত বিরোধী দল একজোট হয়ে তৃণমূলকে প্রতিরোধ করেছে। ফলে তৃণমূলের পরাজয় নিশ্চিত।
এখানেই থেমে না থেকে শুভেন্দু বলেন, ইন্দিরা গান্ধীর মতো অত্যাচারী শাসক জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দখলে রাখতে পারেনি। পিসি – ভাইপোও পারবে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতো পিসি – ভাইপোকে পালাতে হবে।
এরপরই শুভেন্দু অধিকারী ক্ষোভের সুরে জানান, রাজ্যে ১৮০০০ বুথে তৃণমূল রিগিং ও ছাপ্পা করেছে বলে আমার কাছে খবর এসেছে। তার মধ্যে ১০০০টি ঘটনার ভিডিয়ো ফুটেজ আমি জোগাড় করেছি। ৬০০০ বুথের তালিকা আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি। তার মধ্যে একটি বুথেও পুনর্নির্বাচন ঘোষণা করা হয়নি। ১০০০টি ফুটেজ নিয়ে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি।
শুভেন্দুর কথায়, রাজ্যে সমস্ত জায়গায় বিরোধীরা একজোট হয়ে তৃণমূলকে প্রতিরোধ করেছে। আর তা সব থেকে বেশি হয়েছে পূর্ব মেদিনীপুরের। বিপ্লবের এই জেলা আগামীতে রাজ্যকে পথ দেখাবে। তিনি এও বলেন, রাজ্যের সমস্ত স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে তৃণমূলের পক্ষে আর কিছু করা সম্ভব নয়। বিডিওরা আমাদের সঙ্গে আছেন। তৃণমূল সরকার থেকে চলে গেলে কারও চাকরি যাবে না।