অবতক খবর: পঞ্চায়েত ভোট নিয়ে অসন্তোষের জের বিরোধীদের ষড়যন্ত্র, খুনের রাজনীতি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রায় সাড়ে চারশো অভিযোগ জানাল রাজ্য নির্বাচন কমিশনে। যা এককথায় নজিরবিহীন। এতদিন রাজ্যের বিরোধী দলগুলো শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের ফিরিস্তি সামনে আনতো। কিন্তু সোমবার পুননির্বাচনের দিনে তৃণমূলের কমিশনে নালিশ রাজনৈতিক ভাবে অর্থবহ।

তৃণমূল সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফেই রাজ্য নির্বাচন কমিশনে ৪৪০টি অভিযোগ দায়ের করেছে। জেলা নেতৃত্ব অবশ্য তাঁদের মতো করে আবার আলাদা অভিযোগ জানিয়েছে। ফলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুধুমাত্র বিরোধী নয়, অভিযোগের পাহাড় রয়েছে রাজ্যের শাসকদলেরও। বিরোধীদের দাবি, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে সাধারণ মানুষ। তাই বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-কর্মীরা মার খেয়েছেন। ভোট লুঠ করতে এসে মানুষের প্রতিরোধের মুখে পড়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে তারা।

পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কয়েকশো জন। মৃতদের মধ্যে ১০ জনেরও বেশি রয়েছে তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, বেছে বেছে তৃণমূল কর্মীদের হত্যা করা হয়েছে। এমনকী, ভোটের পরও হিংসা চলছে। বিজেপির দুষ্কৃতীরা নিশানা করছে তৃণমূল নেতা-কর্মীদের। আবার কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও সরব হয়েছে রাজ্যের শাসকদল।

যদিও বিরোধীদের কথা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, কুৎসা ছড়াতে বিরোধীরা তৃণমূলকে টার্গেট করেছে। এই নিয়ে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্যে প্রায় ৬১ হাজার বুথ। সেই নিরিখে সাড়ে ৪৫০ অভিযোগ তো শতাংশের হিসেবেই আসে না। হারবে জেনেও কিছু পকেটে বিরোধীরা গন্ডগোল করেছে।”