অন্ধকারে করতালি
তমাল সাহা
১) সংখ্যালঘু সংখ্যাগুরু
বাবা বলেছিল,
লঘু মানে কম গুরু মানে বেশি।
শব্দ দুটি প্রত্যয় যোগে লঘুত্ব ও গুরুত্ব হয়ে গেলে অন্য অর্থবহ হয়ে দাঁড়ায়।
মানুষ কখনো সংখ্যালঘু সংখ্যাগুরু হয় না
মানুষ গুরুত্ব হারায়, মানুষের জীবন লঘু হয়ে পড়ে ভোটযুদ্ধে ও দাঙ্গায়!
২) শাসক
তুমি কি কিছু দেখেছ ?
না, কিছুই দেখিনি সম্রাট!
সম্রাট ব্যাপারটাই তো বিরাট।
তুমি কি কিছু শুনেছো?
না, কিছুই শুনিনি সম্রাট!
অ্যাতো অস্ত্রাগার পাইক পেয়াদা বিশাল রাজ্যপাট!
আমাকে তোমার কেমন মনে হয়?
সম্রাট!
সেই ব্যাসদেবের আমল, কবেকার মহাভারত!
আমি তো অন্ধ যেমন ধৃতরাষ্ট্র।
এখন বৃদ্ধ হয়েছি আরো
এখন তো বধির, কানে খাটো।
তবে অনুমিত হয়
জীব হিসেবে আপনি অতীব নিকৃষ্ট!
৩) কাঁটামারা জুতো
মায়ের দেহ মাটিতে পড়ে
মাটি মায়ের রক্ত চেটে খায়
মানুষ গুলিবিদ্ধ শ্বাসপতনের আগে
শেষ অম্লজানের জন্য কাতরায়
ক্ষমতার বুট কাঁটামারা জুতো শব্দ তুলে হেঁটে যায়…
৪) মৃগয়া
পশু শিকারের চেয়ে মানুষ শিকার সোজা
এটা দুঃসাধ্য নয় সহজেই যায় বোঝা
মানুষ তো লুকিয়ে থাকে না
মিছিলে মিটিংয়ে প্রতিবাদে সোচ্চারে থাকে মেতে
বোমা বা গুলি ছুড়ে দিলেই কেল্লাফতে!