অবতক খবর,১৩ জুলাইঃ পঞ্চায়েতের ফল ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে হিংসার আগুন ক্রমেই বিস্তার লাভ করছে। হরিণঘাটার কাস্টরডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুরের বারুইপাড়ায় বিজেপির হাতে তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো। এই ঘটনায় মহিলা-সহ অন্তত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
জানা গেছে, হরিণঘাটা ব্লকের কাস্টওডাঙ্গা ১ নম্বর পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই পঞ্চায়েতের বারুইপাড়ার ৮৫ ওয়ার্ডে জিতেছে বিজেপি। ফলে ওই এলাকায় বিজেপি একটি বিজয় মিছিল বের করে। বিজয় মিছিল চলাকালীন বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে থাকা কর্মীদের অতর্কিতে দা-হেঁসুয়া নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। আড়িতেই গুরুতর আহত হন পুরুষ মহিলা সহ ১০ জন তৃণমূল কংগ্রেস কর্মী।
সাথে যারা যুক্ত রয়েছে সে সকল বিজেপি কর্মীও নেতৃত্ব বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না স্থানীয় থানার পুলিশ প্রশাসন।
এমনটাই জানানো হচ্ছে আহত তৃণমূল কংগ্রেস কর্মী এবং এলাকাবাসী পক্ষ থেকে।