অবতক খবর,১৭ নভেম্বরঃ আজ কাঁচরাপাড়ায় পার্টি অফিসে সিপিআইস-এর তরফ থেকে সাংসদ গুরুদাস দাশগুপ্তের স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।গুরুদাস দাশগুপ্তের সংসদীয় জীবন ভারতের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে।তিন বার রাজ্য সভার সদস্য এবং দুবার লোকসভার সাংসদ হয়েছিলেন।
তিনি এই ভারতবর্ষে বামপন্থী গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণ আন্দোলনে একটি উল্লেখ্য যোগ্য নাম।সংসদীয় রাজনীতিকে তিনি রীতিমতো প্রতিবাদ মঞ্চ হিসাবে গড়ে তুলে ছিলেন এবং তিনি মারুতি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে ছিলেন।ভারতবর্ষে স্পেকট্রাম কেলেঙ্কারিতে তিনি উল্লেখ যোগ্য বক্তব্য রেখেছিলেন।করপোরেট শ্রেণী কিভাবে রাজস্ব ফাঁকি দিচ্ছে সে ব্যাপারটি তিনি নথিসহ তুলে ধরেছিলেন ।
এই স্মরণ সভাতে তাঁর কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন গৌতম বিশ্বাস, উত্তর ২৪পরগণা জেলা কার্যকরী কমিটির সদস্য, দেবাশিস রক্ষিত, সম্পাদক সিপিএম এরিয়া কমিটি,ইন্দ্রজিৎ সাউ, ভাটপাড়া এল সি সম্পাদক,সুধীর দত্ত, উত্তর জোনাল সম্পাদক, এআইটিইউসি শ্রমিক নেতা শ্যামল ব্যানার্জী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাম নিঠালি যাদব,বীজপুর এল সি সম্পাদক।