অবতক খবর: পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচনে বিজেপির ডামি প্রার্থী রথীন্দ্র বসু মনোনয়ন প্রত্যাহার করে নেন শনিবার। আর এতেই পরিস্কার হয়ে যায় তৃণমূল এবং বিজেপির প্রার্থীরা রাজ্যসভায় যেতে চলেছেন। শনিবার ছিল রাজ্যসভার ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন্দ্র বসু, যিনি বিজেপির ডামি প্রার্থী ছিলেন, তিনিই এদিন বিধানসভায় এসে সহ-সচিবের কাছে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন তৃণমূলের ডেরেক-ও-ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সামিরুল ইসলাম এবং প্রকাশ বড়াইক। আর বিজেপির রাজ্যসভার সাংসদ হতে পারেন অনন্ত মহারাজ। অন্যদিকে, রাজ্যসভার উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন।এখানেও বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হওয়ার সম্ভাবনা সাকেত গোখলের।
বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। কিন্তু এরপরেও অতিরিক্ত এক জন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্ব।রথীন্দ্র বসু, উত্তরবঙ্গের মানুষ । কিন্তু তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনের আর কোনও জায়গা নেই।