অবতক খবর: ফের বাংলায় আসছেন অমিত শাহ । আগামী মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ।কলকাতায় ফিরে এসে সুকান্ত বলেন, ‘বাংলার পরিস্থিতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । স্বরাষ্ট্রমন্ত্রী চান, রাজ্যে যাতে আর একটিও প্রাণহানি না হয়’ অমিত শাহর সঙ্গে গতকাল বৈঠকের কলকাতায় ফিরে বললেন সুকান্ত মজুমদার।

তিনি আরও বলেন, ভোট মিটে যাওয়ার পরও বাংলায় আছে কেন্দ্রীয় বাহিনী। তাই আরও বেশি হিংসা ও প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে। ভোট হিংসার খতিয়ান নিতে এ রাজ্য়ে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে বিজেপি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খতিয়ান নিচ্ছে বিজেপির প্রতিনিধি দল। তার মধ্য়েই এনিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ট্য়ুইট করে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের এই রক্তক্ষয়ী সন্ত্রাস, বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনের তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে যা প্রমাণিত আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে।

অমিত শাহ ট্য়ুইটে আরও লিখেছেন, এটি একেবারে জলের মতো স্বচ্ছ যে, জনগণের স্নেহ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচন তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে।শাহের বক্তব্যের পাল্টা জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, “৩৮ যদি ২২-এ নামে, সেটা বাড়া না কমা! অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ওঁর যদি মনে হয় বিজেপি-র ভোট বেড়েছে, তাহলে বিজেপি-র বেড়েছে! এমন লোক যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন, যিনি মনে করেন ২২, ৩৮-এর থেকে বেশি, তাহলে দেশের অবস্থা কেমন অনেক, বুঝতে পারছি আমরা সবাই।” এদিনই দিল্লিতে শাহের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত। তিনি জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে দ্বিগুণ ভোটে তৃণমূলকে হারাবে বিজেপি।