অবতক খবর,১৭ জুলাইঃ ব্যারাকপুরে উঠে গেলো ট্রেন অবোরোধ । রেল কতৃপক্ষের প্রতিশ্রুতি তে উঠে গেলো অবোরোধ । সকাল ৯.০৫ এর সময় রেল অবরোধ শুরু হয় । এবং ১০.৪৫ মিনিটে রেল অবরোধ তুলে নেওয়া হয় নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে । এখনো অব্ধি আপ ও ডাউন লাইনে ২ টি করে মোট ৪ টি ব্যারাকপুর লোকাল বাতিল হয়েছে । শিয়ালদহ ডিভিশনের এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এ.কে.সিং এর সঙ্গে কথা হয় নাগরিক প্রতিরোধ মঞ্চের আন্দোলনকারীদের । অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের আশ্বাসেই অবশেষে রেল অবরোধ উঠলো । রেলের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে ফুট ওভার ব্রিজের নির্মাণের কাজ শুরু হবে । যদিও নাগরিক প্রতিরোধ মঞ্চের আন্দোলনকারীরা জানালেন, আগামী তিন মাসের মধ্যে যদি ফুট ওভারব্রিজ নির্মাণের প্রস্তুতি শুরু না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন ।

তবে এই মুহুর্তে শিয়ালদহ মেন শাখায় সব ট্রেইই দেরিতে চলছে।ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো ঘন্টা খানেক সময় লাগবে ।