অবতক খবর,১৯ জুলাইঃ জমিতে ঢোকার রাস্তা আটকে রাতারাতি গড়ে উঠেছে উদ্যান। ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গাঙ্গুলি পাড়ার ঘটনা। ঠিক মূলাজোড় ভারতচন্দ্র গ্রন্থাগারের ঠিক উল্টোদিকেই পুরসভার উদ্যোগে গড়ে উঠেছে এই উদ্যান।জমির মালিক কাজলি গাঙ্গুলির অভিযোগ, জমিতে প্রবেশ ও বেরোনোর পথ আটকে জোর করে পাঁচিল তুলে দিয়ে তৈরি হয়েছে উদ্যান।
স্থানীয় কাউন্সিলরের কাছে একাধিকবার গিয়েও সুরাহা মেলেনি। কাজলি দেবীর আরও অভিযোগ, পার্কের পাঁচিল ভাঙার বিনিময়ে ছয় লক্ষ টাকা দাবি করেছেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম। এমনকি জমিটা প্রমোটারের হাতে তুলে দেবার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভুগছেন জমির মালিক ওই বৃদ্ধা। সাংসদ অর্জুন সিং বলেন, এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছেও ওই বৃদ্ধা অভিযোগ জানিয়েছেন। আশা করছি পদক্ষেপ নেওয়া হবে।
বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জির অভিযোগ, স্থানীয় বিধায়ক ও কাউন্সিলরের মদতে বৃদ্ধার জমি আত্মসাৎ করার চেষ্টা চলছে। তারা ওই বৃদ্ধার পাশে আছেন। স্থানীয় কাউন্সিলর সম্পা ব্যানার্জির দাবি, এলাকার বাসিন্দাদের দাবি মেনেই সৌন্দর্য বৃদ্ধিতে উদ্যান গড়ে তোলা হয়েছে। প্রতিকার চেয়ে ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হয়েছেন অসহায় বৃদ্ধা। অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ পুরসভার নির্মাণ কার্য বন্ধের। তা সত্ত্বেও রাতের অন্ধকারে গড়ে তোলা হয়েছে ওই উদ্যান।