মণিপুর জ্বলছে, মণিপুর পুড়ছে

মৃদঙ্গ খঞ্জনি পড়ে আছে
তমাল সাহা

চন্দ্রভুক অমাবস্যার অন্ধকার কবেই তো নেমে এসেছিল
অনেকদিন পর আমি আলো খুঁজে পেয়েছি ধ্বংসের ভিতরে
আমি এখন মণিপুরে

পার্বত্য ভূমে আদিবাসী জনজাতির বৈষ্ণব মন্দিরগুলির চূড়া দেখা যায়
এখনো মন্দিরের মাথায় মঙ্গল ধ্বজা ওড়ে
খোল করতালে প্রভাতী কীর্তন আর সান্ধ্য-সঙ্গীতের সুর বেজে ওঠে না—
হায়, নগরবাসী জাগো!

আশ্রয়গুলি জ্বলছে
বাড়িগুলি কাঠের একের পর এক জ্বলছে
গুলির শব্দ শুনতে পাই
মৃতদেহগুলি পার্বত্য ঢাল বেয়ে গড়িয়ে পড়ে
পোড়া মানুষের গন্ধে বাতাস ভারী
ত্রাণশিবিরে হাজার হাজার এরা কারা
বনভূমে পড়ে আছে নারী দেহগুলি দূঃশাসনীয় ধর্ষণে নিথর শরীরে

এতদিন অন্ধকার ছিল তাই কবিতা লিখতে পারিনি
এখন এই বিস্তীর্ণ আগুনের আলোর পাশে বসে
পোড়া মানুষের টাটকা গন্ধ নাকে নিয়ে
গরম সতেজ কবিতা লিখে চলি….