অবতক খবর: প্রতীক্ষার অবসান! সোমবার ভোরবেলা কলকাতা পৌঁছলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত। দলের নতুন কোচকে স্বাগত জানাতে গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন প্রায় শতাধিক লাল হলুদ সমর্থক। স্প্যানিশ কোচ শহরে পা রাখতেই তাঁকে সংবর্ধনা দেন ভক্তরা। নয়া কোচের কাছে ইস্টবেঙ্গল সমর্থকদের একটাই আবদার, অধরা সাফল্য এনে দিন ক্লাবকে।
অধরা সাফল্যের হাপিত্যেশ করে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে কোচ কার্লোস কুয়াদ্রাতের বার্তা,”এবার শুরু হয়ে গিয়েছে”। একটি সংক্ষিপ্ত সময়ের ভাইরাল ভিডিওতে কুয়াদ্রাত এই বার্তা রেখেছেন দলের ভক্তদের কাছে।
সোমবার শহরে আসবেন কুয়াদ্রাত , এটা জানতে পেরে রবিবার রাত থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান বহু লাল হলুদ সমর্থক। দলের নতুন কোচের নামে জয়ধ্বনি দিয়ে বিমানবন্দর চত্বর ভরিয়ে তোলেন তাঁরা। স্প্যানিশ কোচ পৌঁছনো মাত্র হাততালি আর গানবাজনায় তাঁকে স্বাগত জানায় লাল হলুদ ফ্যান ব্রিগেড। পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনাও জানানো হয় কুয়াদ্রাতকে। গলায় পরিয়ে দেওয়া হয় লাল-হলুদ উত্তরীয়। কুয়াদ্রাতের সঙ্গে কলকাতায় চলে এসেছেন লাল হলুদের সহকারী কোচ দিমাস ডেলগাডোও।
ক্লাবের নতুন কোচ শহরে পা রাখার দিনেই মাঠে নামবে ইস্টবেঙ্গল। কলকাতা লিগে বিএসএসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। তবে সেই ম্যাচ দেখতে যাবেন না কুয়াদ্রাত। জানা গিয়েছে, সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলারকেই সোমবারের ম্যাচে খেলতে দেখা যেতে পারে। কারণ ডুরান্ড কাপের আগে তাঁদের ম্যাচ প্র্যাক্টিসের দরকার বলেই মনে করছেন লাল হলুদের নয়া কোচ।
নতুন কোচকে দেখতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা। বহুদিন ধরেই সাফল্যের মুখ দেখেনি ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু নতুন কোচের হাত ধরেই ট্রফির খরা কাটবে বলে আশাবাদী ভক্তরা। সমর্থকদের কারও মতে, কোচ সাফল্য এনে দিন, তাহলে চিরকৃতজ্ঞ থাকবে লাল হলুদ ভক্তরা। কুয়াদ্রাতের হাত ধরেই লাল হলুদে নতুন যুগ শুরু হতে চলেছে, সেই স্বপ্নেই বিভোর ভক্তকুল।