অবতক খবর,২৪ জুলাইঃ জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের গাঙ্গুলীপাড়া এলাকায় এক বৃদ্ধার কাজলী গাঙ্গুলীর জমির সামনে পৌরসভার বেআইনি নির্মাণ নিয়ে ব্যারাকপুর আদালতে দ্বারস্থ হন সেই বৃদ্ধা।
শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং। সংসদকে কাছে পেয়ে সমস্ত অভিযোগ তিনি সংসদের সঙ্গে তুলে ধরেন রবিবার সেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন ভাটপাড়া পুরসভার পৌর প্রতিনিধি দল তারা সম্পূর্ণ ঘটনা স্থল ঘুরে দেখেন এবং অভিযোগকারী বৃদ্ধা কাজলি গাঙ্গুলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও বাড়িতে কেউ না থাকায় তারা কাজলী দেবীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি ঘটনা স্থল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর প্রতিনিধিত্বের তরফ থেকে জানানো হয় যে জমি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই জমির ভিতরে দশ কাঠার একটি পুকুর রয়েছে।
পুকুরসহ গোটা এলাকা জঙ্গলে ঘিরে থাকার জন্য আবর্জনা সৃষ্টি হয়। সেই আবর্জনা পরিষ্কার করতেই সৌন্দর্যায়নের ভাবনায় গেছে ভাটপাড়া পুরসভা।