অবতক খবর,২৮ জুলাইঃ বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহরের বাসিন্দা মধুসূদন অধিকারী।‌তিনি অসুস্থ হয়ে ভর্তি ছিলেন কাঁচরাপাড়া রেল হাসপাতালে। তাঁর প্রয়োজন ছিল রক্তের। ডাক্তাররা জানিয়েছিলেন অতি সত্ত্বর তাঁর রক্ত লাগবে, আর সেই কথা শুনে তার পরিবার-পরিজনেরা চারিদিকে ছোটছুটি শুরু করেছিলেন রক্তের জন্য।

বর্তমানে দিকে দিকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে যে কার্ড দেওয়া হচ্ছে দাতাদের, সেই কার্ড দিয়েও মিলছে না এখন রক্ত। এর কারণ হয়তো সকলেরই জানা। যেভাবে রক্তের কালো বাজারি চলছে তাতে অধিক মূল্যে বিক্রি হয়ে যাচ্ছে রক্ত। ফলত পাওয়া যাচ্ছে না রক্ত।

মধুসূদন অধিকারীর রক্তের প্রয়োজন ছিল। আর এমতাবস্থায় এগিয়ে এলেন হালিশহরের বিশিষ্ট সমাজ সেবী চন্দ্রোদয় চক্রবর্তী। তাঁর কাছে এই খবর পৌঁছানো মাত্রই তিনি ফোন করেন পৌর কর্মী লক্ষ্মণ রায়কে। জানা গেছে, লক্ষণ রায়ের বছর বয়সের কন্যা সুপ্রীতি রায় তিনি এগিয়ে আসেন রক্তদানের জন্য। এক মুহূর্ত বিলম্ব না করে রাত নটা নাগাদ হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসেন।

পাশাপাশি সুপ্রিতী বার্তা দিলেন পুরুষ হোক কিংবা মহিলা কেউ যেন মানুষের এরকম বিপদের দিনে পিছিয়ে না যান।

বর্তমানে বেসরকারি হাসপাতাল গুলিতে টাকা দিলেই মিলছে রক্ত কিন্তু মানুষের বিপদের দিনে সরকারি হাসপাতালেই রক্তের আকাল।

অন্যদিকে সুপ্রিতীর এই কর্মকাণ্ডের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রোদয় চক্রবর্তী।