অবতক খবর,২৯ জুলাই,মালদা- মণিপুরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলন সংগঠিত করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবারে মনিপুরের সেই পাশবিক ও নিন্দনীয় ঘটনায় বিজেপি তথা কেন্দ্র সরকারের ব্যর্থতা ও নীরবতা এবং UCC আইনের প্রতিবাদে আন্দোলনে নামল মালদা জেলা তৃণমূল কংগ্রেস ST সেল। মালদা শহরের রথবাড়ি মোড় এলাকায় এই মর্মে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি চুনিয়া মুর্মু, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। এদিন এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং মোদি সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সোচ্চার হন উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।