অবতক খবর,মালদা,২৯ জুলাই: মালদা শহরের কানিমোড় এলাকায় পৌর আবাসনে আগুনের ঘটনা নিয়ে বৈঠক ইংরেজবাজার পৌরসভার সভাকক্ষে।

শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কানিমোড় এলাকায় পৌর আবাসনে।

তিনতলায় একটি ফ্ল্যাটে আগুন দেখতে পান ফ্ল্যাটের বাসিন্দারা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। পৌঁছান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, কাউন্সিলর দুলাল সরকার, সুজিত সাহা, গৌতম দাস সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী।

আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ফ্ল্যাটের বাসিন্দারা।

বহুতল আবাসে অগ্নি নির্বাপনের ব্যবস্থা বাধ্যতামূলক করা নিয়ে পৌরসভার সভাপতক্ষে আবাসনের বাসিন্দা, দমকল ও কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

ফ্ল্যাটে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।

চেয়ারম্যান ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস, কাউন্সিলর দুলাল সরকার, সুজিত সাহা, শুভময় বসু, গৌতম দাস সহ অন্যান্যরা।

আবাসিকদের নতুন কমিটি হায়ার সিস্টেম সহ বেশ কিছু সরকারি নিয়ম নিয়ে আলোচনা হয় বৈঠকে।