অবতক খবর ২৯ জুলাইঃ হুগলি ইমামবাড়ায় প্রতি বছর খুব বড় করে মহরম পালিত হয়।আজ ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরম মাসের দশম দিন।আজ তাজিয়া নিয়ে কারবালায় যায় শোকযাত্রা।ইসলাম ধর্মের মূলত সিয়া সম্প্রদায়ের মানুষ এই তাজিয়া নিয়ে শোকযাত্রা করে।সুন্নি সম্প্রদায়ের মানুষ রোজা বা উপবাস পালন করে।হুগলি ইমামবাড়ার বাইরে ধর্মগুরু ইসলাম ধর্মাবলম্বি মানুষদের মহরমের তাৎপর্য বোঝান।ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী মহরম বছরের প্রথম মাস,আর আজ মহরম মাসের দশ তারিখ।মহরমের দশম দিনে কারবালার প্রান্তরে ইসলাম ধর্মের শেষ নবী মোহাম্মদ (সঃআঃ)এর মেয়ের ঘরের নাতি ইমাম হোসেন ও তার পরিবার শহীদ হয়েছিল।ইসমাল ধর্মের জন্য মানবিকতা এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে শহীদ হন ইমাম হোসেন সহ ৭২ জন।শহীদের দেহের প্রতিকৃতি তাজিয়া করে কারবালায় নিয়ে গিয়ে মাটি দেওয়া হয়।সেই রীতিকে বলে আশুরা।শহীদের শোকে শোকার্ত থাকেন ইসলাম ধর্মের মানুষ।হুগলি ইমামবাড়ায় বিভিন্ন জায়গা থেকে তাজিয়া আসে তারপর শোকযাত্রা কারবালায় যায়।মহরমে হিন্দু ভাইরাও সামিল হন।মহরম কে ঘিরে ইমামবাড়ায় সম্প্রীতির ছবি দেখা যায়।দশ দিন ধরে মেলা বসে ইমামবাড়ার বাইরে।