অবতক খবর,৩০ জুলাইঃ রাজ্যে ধীরে ধীরে প্রকোপ বাড়ছে ডেঙ্গুর। সতর্ক রাজ্য প্রশাসন। ডেঙ্গু সতর্কতার বার্তা দিয়ে বিভিন্ন জায়গায় পুরসভাগুলির তরফে চলছে মাইকিং। সাম্প্রতিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভাটপাড়া পৌরসভার তরফ থেকে এক জরুরী বৈঠক ডাকা হয়েছিলো। ভাটপাড়া প্রেমচন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় সেই জরুরী বৈঠক।মূলত জগদ্দল বিধানসভার অন্তর্গত বেশ কয়েকটি ওয়ার্ড নিয়ে এই বৈঠক ডাকা হয়েছিল।

স্থানীয় কাউন্সিলরদের আহবানে বৈঠকে উপস্থিত হয়েছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর বিপ্লব মালো, সিআইসি অমিত গুপ্তা, নুরে জামাল ও বিভিন্ন পৌর কর্মীরা। বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, পুরসভার পুর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছে। পরিষ্কার জমে থাকা জলে যে ডেঙ্গুর লার্ভা জন্মায় সেই বিষয়েও মানুষকে সচেতন করতে হবে।