অবতক খবর,৩১ জুলাই,মালদা:- ঘনঘন লোড শেডিং ও বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে মালদার মানিকচকের শেখপুরা মোড় এলাকায় গ্রামের বাসীন্দারা জোরদার আন্দোলনে নামলেন। সোমবার মানিকচক-রতুয়া গামী রাজ্য সড়কের শেখপুরা মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুতের সমস্যায় ভুগছেন বহু গ্রামের মানুষ। নুরপুর থেকে মানিকচক সর্বত্রই এই সমস্যাই মানুষ জর্জরিত রয়েছে। অকারণের বিদ্যুৎ চলে যায় এবং রাতের পর রাত বিদ্যুৎ থাকে না। নাজেহাল পরিস্থিতি সৃষ্টি হয়ে বিদ্যুৎ না থাকার কারণে।তাই আজ রাস্তায় নেমে আন্দোলন করা হচ্ছে। অবরোধের জেড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার ঘন্টাখানেক পর অবরোধ উঠে।

গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক থেকে ব্লক বিডিও থানার আইসি সকলকে বিদ্যুতের সমস্যার কথা বারংবার জানানো হয়েছে। কেউ কোনো রকম ভাবে বিদ্যুতের সমস্যা দূর করতে উদ্যোগ নিচ্ছে না। তাই এই আন্দোলন। আগামীতে আরও বৃহত্তর আন্দোলন হবে।