অবতক খবর: বিধানসভায় ডিএ নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়ার দাবি শুভেন্দু অধিকারীর। সম কাজে সম বেতন, অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো তৈরির দাবি তুলেছেন বিরোধী দলনেতা। রাজ্য সরকার অনুমোদিত কয়েক লক্ষ পদ খালি, কিন্ত নিয়োগ হচ্ছে না। মেধাবীরা রাস্তায় বসে, সরকার আলোচনা করে সমস্যা মেটাক, বিধানসভায় দাবি শুভেন্দুর।
মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজ্যকে নিশানা করতে গিয়ে শুভেন্দু এদিন বলেন, ‘সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীরা কষ্টে রয়েছেন। চাষিরা দাম পাচ্ছেন না, ফড়েরা দালালি করছে। ৬ লক্ষ পদের বিলোপ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় ২ কোটি বেকারের আর্তনাদ শোনা যাচ্ছে।
পাশাপাশি,এবার পঞ্চায়েত ভোটে সার্টিফিকেট দুর্নীতির অভিযোগ তুলেছেন শুভেন্দুর। ১৫ অগাস্টের পর তথ্য ফাঁসের হুঁশিয়ারি বিরোধী দলনেতা। ‘পঞ্চায়েতে সংরক্ষিত আসনে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছে। তৃণমূলের ১০০-র বেশি লোক ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছেন। ভোটের সময় যত সার্টিফিকেট দেওয়া হয়েছে অধিকাংশই ভুয়ো। ১৫ অগাস্টের পর তথ্যপ্রমাণ ফাঁস করব। সংশ্লিষ্ট বিডিও, এসডিও-দের পরিণতি উলুবেড়িয়ার মতো হবে’, ব্যাপক দুর্নীতি হয়েছে, গুচ্ছ গুচ্ছ দুর্নীতি হয়েছে, অভিযোগ করেন বিরোধী দলনেতা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী।