অবতক খবর: মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ভারী বৃষ্টির জের, শিয়ালদহ ও দমদমের মধ্যে ব্যস্ততম রেল লাইনে নামল ধস৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির জেরে শিয়ালদহ ও দমদমের মধ্যে ব্যস্ততম রেল লাইনে নামল ধস৷ তার ফলে ব্যহত হল লোকাল ট্রেন পরিষেবা৷
রেল সূত্রে খবর, বুধবার ভোর পৌনে ছ’টা নাগাদ কাঁকুড়গাছি কেবিন ও বিধাননগর রোড স্টেশনের মাঝে আপ সাবার্বান লাইনে একটি ধস দেখতে পাওয়া যায়৷ বড়সড় বিপদ ঘটার আগেই দ্রুত শুরু হয় মেরামতির কাজ৷
আপাতত সমস্ত আপ ট্রেন মেন লাইনের ট্র্যাক দিয়ে চালানো হচ্ছে৷ এখনও পর্যন্ত ৫ টি ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে, পাশাপাশি, অনেক ট্রেন বেশ কিছুটা দেরিতেও চলছে৷রেলের সুত্রে আরও বলা হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ চলছে৷ অফিসের ব্যস্ততম সময়ে এই ঘটনা ঘটার ফলে যাত্রীদের যাতায়াতে কিছু সমস্যারও সন্মুখীন হতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।