হালিশহর তিন নম্বর ওয়ার্ডে মানব বন্ধন অনুষ্ঠান পালিত হলো। হালিশহরের তৃণমূল নেতা রাজু বিশ্বাস এর নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠান তৃণমূলের কর্মী থেকে সাধারণ মানুষ পালন। এনপিয়ার, এনারসি, সিএএ বিরোধিতা করতে মানুষরা একে অপরের হাত ধরে রাস্তার ধরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আন্দোলনে সামিল মিল হন।