অবতক খবর,৫ আগস্ট,দমদম: 2021 সালের আগস্ট মাসে দমদম রোড এর বাগজোলা খালের ওপর যে সেতু তার একাংশ ধসে যায়।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি তড়িঘড়ি ধসে যাওয়া অংশকে ছোট্ট পাঁচিল দিয়ে ঘিরে ছোটো যান চলাচল এর ব্যবস্থা করে দক্ষিণ দমদম পুরসভা সহ পূর্ত দফতর। ভারী যানবাহন চলাচল সম্পূর্ন বন্ধ হয় সেই থেকে।

এইভাবেই চলছিল প্রায় দেড় বছর।

গত ৯ এপ্রিল ২০২৩ রাত থেকে বাগজোলা খালের ওপর সেতু নির্মাণের কাজ শুরু হওয়ার কারণে সেতুর ওপরের রাস্তা একেবারে বন্ধ করে দেন পূর্ত দফতর।

দমদম জংশন থেকে যে সব যাত্রীরা নাগের বাজার যাবেন, তারা হনুমান মন্দির পর্য্যন্ত অটো তে গিয়ে , তারপর পায়ে হেঁটে অস্থায়ী ফুট ব্রিজ পার হয়ে ছাতাকল থেকে আবার অটো তে উঠে নাগের বাজার যেতে পারবেন। সরাসরি যেগাযোগ বন্ধ।

এলাকার গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা দমদম রোড। অফিস যাত্রী থেকে শুরু কোরে স্কুল কলেজ পড়ুয়ারা প্রতিদিন নাকাল হচ্ছেন এ কথা বলাইবাহুল্য।

২০২৩ এর ৯এপ্রিল রাত থেকে সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় দুবার অটো পাল্টে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের।

তবে পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার সহ সেতু নির্মাণের শ্রমিকদের সঙ্গে কথা বোলে জানতে পারা গেল যে খালের ওপর সেতু নির্মাণ কাজ দেরিতে শুরু হলেও কাজ এগোচ্ছে দ্রুত। দিনে প্রায় উনিশ ঘন্টা করে কাজ চলছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

পুরোনো সেতুটির দৈর্ঘ্য ছিলো প্রায় ৩০ মিটার। তবে নতুন নকশা অনুযায়ী সেতুটির দৈর্ঘ্য বেড়ে দাঁড়াবে প্রায় ১০০মিটার। সেতু প্রস্থে বাড়বে ৪ থেকে ৫ ফুট। সেতুর দুপাশে সার্ভিস রোড ও থাকবে বোলে জানা গিয়েছে।

সেতু দৈর্ঘে বাড়ার কারণ হিসেবে পূর্ত দফতরের কর্তারা জানান , খালের জল অনেক সময় সেতুর কাঠামোর তলদেশ ছুঁয়ে যায়। সেই কারণে সেতুর উচ্চতা বাড়ানো হচ্ছে। দমদম স্টেশন অভিমুখে সেতুটি হনুমান মন্দির ছাড়িয়ে মূল রাস্তায় মিশবে। এমনটাই সূত্রের খবর।

সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখেই তড়িঘড়ি কাজ এগোচ্ছে এমনটাই জানা যাচ্ছে।

আগামী বছরের মাঝামাঝি সেতু নির্মাণের কাজ সমাপ্ত হতে পারে এমনটাই আশাবাদী পূর্ত দফতর।