অবতক খবর, সংবাদদাতা ::- একত্রিত হন বিজেপির বিরুদ্ধে লড়াই করুন একসঙ্গে চলুন বুথে-বুথে বুথ কমিটি গঠন করুন।আর যৌথভাবে লড়ুন ।  কৃষ্ণনগর কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় মুখ্য মন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিয়েছেন।তিনি কর্মীদের সম্বোধন করে বলেন বাড়ি বাড়ি যান। লোকেদের বোঝান, মানুষ যেন নিজের কোন আধার কার্ড বা কোন ডাটা কোন কাউকে দিয়ে সাহায্য না করেন। কাউকে কোন তথ্য দেবেন না। মুখ্যমন্ত্রী বলেন কোনো রকমের তথ্য দিয়ে কোন আধিকারিকদের  সাহায্য করা মানে হচ্ছে সরাসরি বিজেপিকে সমর্থন করা, সাহায্য করা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সারাদেশে তৃণমূল একমাত্র পার্টি যাতে 41% নেতা নেত্রী মহিলা রয়েছেন । অর্থাৎ মহিলা সশক্তিকরণ এর কথা অন্যান্য দল বললেও একমাত্র তৃণমূলী করে দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সংসদে দুই কক্ষে মুহূর্তে মুহূর্তে নতুন নতুন বিল আসছে আমাদের নজর রাখতে হবে তার ওপরে খেয়াল রাখতে হবে অনেক বিল সম্পর্কে আমরা ওয়াকিবহাল হওয়ার আগেই জানা যাচ্ছে পাস হয়ে যাচ্ছে । আমরা অনেকটা বুঝতে পারছি না তাই সব দিকে নজর রাখতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের কর্মীদের লড়াই জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে ।বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়া চলবে না । তিনি বলেন এদিকে ওপর ওপর হিন্দু মুসলমান করে লড়াই বাধাচ্ছে। মানুষের সাথে মানুষের বিভেদ তৈরী করছে। মানুষ নিজেদের মধ্যে হিন্দু-মুসলমানে ব্যস্ত অন্যদিকে আমাদের জিডিপি কমে যাচ্ছে। একের পর এক দেশের সম্পত্তি বেঁচে দিচ্ছে বিজেপি।আজ আমাদের অবস্থা কোথায় গেছে। দারিদ্র সীমাতে আমাদের দেশ বাংলাদেশ থেকেও নিচে চলে গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওরা আমাদের বাবা-মা জন্ম সার্টিফিকেট চাইছে। আমরা কোন কিছুই দেখাবো না। আগে ওরা নিজের বাবা-মায়ের সার্টিফিকেট দেখাক। কোথায় জন্মেছে তার প্রমাণ দেখাক। তারপরে অন্যের দিকে আঙুল তুলবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সকলকে নিয়ে চলার মানসিকতা তৈরি করতে হবে ।খুব কষ্ট করে দল তৈরি করেছি ।কারো কথা শুনে দলকে ভেঙ্গে দিলে চলবে না  নিজের দলের লোক বেশি বিশ্বাস করতে হবে। যারা দল ভাঙার জন্য চেষ্টা করবে তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হবে । তিনি আরো বলেন নদীয়া জেলায় বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসছে রাজীবকে বলবো জেলা প্রেসিডেন্টের সাথে কথা বলে সমস্ত কমপ্লেন দূর করুন । সকলকে একশতে নিয়ে চলার প্রস্তুতি নিন।

সব মিলিয়ে কর্মীদেরঠাসা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি বিরোধিতায় আরো তীব্রতর প্রতিবাদে এবং মানুষের দরে দরে গেয়ে মানুষকে বোঝানোর কথা বলেন এর পাশাপাশি তিনি দলকে আরো সংগঠিত করার জন্য কাজ করা ও ঐক্য নিয়ে চলার পরামর্শ দিয়ে যান।